শায়েস্তাগঞ্জে ট্রাক্টর চাপায় প্রাণ গেলো পথচারীর, সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক্টরের চাপায় হান্নান মিয়া (২৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের দক্ষিণচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় স্থানীয় বিক্ষোভদ্ধ জনতা হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স সার্ভিস ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার সঙ্গে কথা বলে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

শায়েস্তাগঞ্জে ট্রাক্টর চাপায় প্রাণ গেলো পথচারীর, সড়ক অবরোধ

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নারী পথচারী নিহত

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আরিফউজ্জামান আরিফ বলেন, খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসছি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক্টরকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

কামরুজ্জামান আল রিয়াদ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।