ট্রাকের ধাক্কায় নারী পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে বালুভর্তি ডাম্পট্রাকের চাপায় রাবেয়া বেগম (৫৭) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে হারাগাছ পৌরসভার বানুপাড়া শহীদ ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া রংপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের তপধন শহীদ আবাসন এলাকার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জাহিদুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন জাগো নিউজকে বলেন, সকাল ৭টার দিকে ওই নারী হারাগাছ-রংপুর সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বালুভর্তি একটি ডাম্পট্রাক রংপুর শহরে যাওয়ার পথে একটি ট্রাক্টরকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী খাদে ফেলে দেয়। ট্রাকটি রাস্তার পাশে থাকা ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জাগো নিউজকে বলেন, ট্রাক ও তার চালককে আটক করা যায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জিতু কবীর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।