চাঁপাইনবাবগঞ্জ
বেলা বাড়লেও নেই ভোটার উপস্থিতি

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোট শুরু হয়। তবে ভোটার উপস্থিতি কম। নির্বাচন সংশ্লিষ্টরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ার কথা বললেও দুপুর সাড়ে ১টায়ও অধিকাংশ কেন্দ্র ফাঁকা। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা।
সদর উপজেলার জোড় গাছি সরকারি প্রাথমিক বিদ্যলয়, নামো রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যলয়, চুনাখালি এনায়েতুল্লাহ মাদরাসা, পিটি আই, আলীনগর উচ্চ বিদ্যালয়, শহরের গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র ঘুরে এমন চিত্র চোখে পড়ে।
জোড়গাছি প্রথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রেজাওনুর কবির জাগো নিউজকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৬ শতাংশ। এ কেন্দ্রে মোট ভোটার ৩১২৩ জন। আর ভোট দিয়েছেন ৫০৩ জন। ভোটার উপস্থিতি আরও কমছে।
রাজারামপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা কেতাব আলী জাগো নিউজকে বলেন, দুপুর ১টা পর্যন্ত ১৬ শতাংশ ভোট পড়েছে। এখানে মোট ভোটার ৩৩১৩ জন। এখন পর্যন্ত ভোট পড়েছে ৬০০টি। ভোটারের উপস্থিতি খুবই কম।
এ বিষয়ে জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা রওশন আলী জাগো নিউজকে বলেন, আমাদের দায়িত্ব নির্বাচনের সুন্দর পরিবেশে নিশ্চিত করা। তবে কেন ভোটাররা কেন্দ্রে আসছেন না তা আমার জানা নেই। হয়তো বিকেলে ভোটার উপস্থিতি বাড়বে।
সোহান মাহমুদ/এসজে/জেআইএম