ভোলায় ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

ভোলায় মূল্য তালিকা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি করায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ঘোষের হাট এলাকায় এ জরিমানা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। এসময় মূল্য তালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির করার দায়ে দুই মুদি দোকানের মালিক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে সাজিয়ে রাখায় একটি ফার্মেসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করায় একটি ফাস্ট ফুড দোকানের মালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে চিনির বস্তা লুকিয়ে রাখায় ২ ব্যবসায়ীকে জরিমানা

তিনি আরও বলেন, জরিমানার সঙ্গে ওই প্রতিষ্ঠানের মালিকদের সর্তক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আবারও এ ধরনের অপরাধমূলক কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জুয়েল সাহা বিকাশ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।