পায়রা বন্দরে চালু হলো প্রিপারেটরি স্কুল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালীর পায়রা বন্দরে প্রথমবারের মতো প্রিপারেটরি স্কুল চালু করা হয়েছে। ৪০ জন শিক্ষার্থী ও আটজন শিক্ষক নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বন্দরের মাল্টিপারপাস ভবনের তিনতলায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিদ্যালয়ের উদ্বোধন করেন পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সোহায়েল আহম্মেদ।

পায়রা বন্দরে চালু হলো প্রিপারেটরি স্কুল

এসময় পায়রা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পায়রা বন্দরের চেয়ারম্যান সোহায়েল আহম্মেদ বলেন, পর্যায়ক্রমে বন্দরে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় চালু করা হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জায়গা নির্ধারণ করে রাখা হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।