চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্রে র্যাবের ওপর ককটেল হামলা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে দায়িত্ব পালনরত র্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড গুলি ছুড়েছে র্যাব।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একটি স্থানে কয়েকজন জটলা করে বসেছিল। আমরা তাদের সরে যেতে বলতেই আমাদের ওপর ককটেল মারে এবং আমাদের টার্গেট করে হামলা করে। এতে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছি। তবে তারা নৌকা নাকি আপেল প্রতীকের সমর্থক তা নিশ্চিত না।’
এরআগে একই ভোটকেন্দ্রে নৌকার প্রার্থী আব্দুল ওদুদের সমর্থকদের সঙ্গে আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) থেকে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়।
সোহান মাহমুদ/এসআর/জেআইএম