চাঁপাইনবাবগঞ্জ-৩
দুই হাজার ভোটে এগিয়ে নৌকা

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে এখন পর্যন্ত দুই হাজারেও বেশি ভোটে এগিয়ে আছেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এতথ্য নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
তিনি বলেন, এখন পর্যন্ত ১৩৬ কেন্দ্রে ২৩৭৬ ভোটে এগিয়ে আছেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সামিউল হক লিটন আপেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৬০৮ ভোট।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।
সোহান মাহমুদ/এসআর/এএসএম