জমি নিয়ে বিরোধ

চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের গলা কাটলেন বড় ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১০:৫০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে মো. মিলন (৪০) নামে ছোট ভাই খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।

স্থানীয় বাসিন্দা বেলাল আলী বলেন, বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে মিলনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মিলনের গলা কেটে হত্যা করেন ইলিয়াস। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেয়। বর্তমানে পুলিশ ঘটনাস্থলেই আছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোহান মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।