জুট মিলের গোডাউনে মিললো ২০ হাজার মেট্রিক টন চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৩

বাগেরহাটের ফকিরহাটে বেশি লাভে বিক্রির জন্য মজুত ২০ হাজার মেট্রিক টন চাল জব্দ করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার লখপুর এলাকার এএমএম জুট মিলের গোডাউন থেকে এ চাল জব্দ করা হয়।

আরও পড়ুন: চলতি বছরে ১২ লাখ ৩৫ হাজার মেট্রিক টন চাল-ধান সংগ্রহ

অবৈধ মজুতের অপরাধে গুদামের দায়িত্বে থাকা অলোক চক্রবর্তী নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গুদামটি সিলগালা করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেম এ আদেশ দেন।

আরও পড়ুন: ৭১ প্রতিষ্ঠানকে ৪ লাখ টন চাল আমদানির অনুমতি

এ সময় র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দৌজা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

র‌্যাব-৬ খুলনার কোম্পানি কমান্ডার মো. বদরুদ্দৌজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামের মধ্যে বিপুল পরিমাণ চাল পাওয়া যায়। এ চালগুলো অতিরিক্ত দামে বিক্রির আশায় মজুত করা হয়।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সুজাত হোসেন খান বলেন, খাদ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী এ চাল সংগ্রহ করা হয়। কিন্তু পরে মান খারাপ বলে চালগুলো সরকারি গুদামে নেওয়া হয়নি। চালগুলোর উপরের কয়েক বস্তা চাল খারাপ হতে পারে। বাকিগুলো ভাল। গুদামে ২০ হাজার মেট্রিকটন চাল রয়েছে। অতিরিক্ত মুনাফার জন্য চালগুলো মজুদ করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।