মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুনুর রশীদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মামুনুর রশীদ কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রুমালিয়ারছড়া এলাকার ঠিকাদার মরহুম হারুন উর রশিদের ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ৭ নম্বর ওয়ার্ড পূর্ব শাখা ছাত্রদলের সভাপতি।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ট্রাক, বিশ্ববিদ্যালয়ছাত্র নিহত

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিকেলে মামুনুর রশীদ বন্ধুসহ মোটরসাইকেল করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে ফেরার পথে মেরিন ড্রাইভের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তায় থাকা পুলিশ সদস্য রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯ টার দিকে দুজনকে আনা হয়। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।