ঝিনাইদহে মাটিকাটা ট্রাক্টরের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরের ডালিমপুর এলাকায় মাটিকাটা ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় রবি নামে অপর এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাহমুদুল যশোর জেলার গদখালী এলাকার নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, মাহমুদুল হাসান ও রবি কালীগঞ্জ জাপান টোবাকো কোম্পানিতে চাকরি করেন। তারা কোটচাঁদপুরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলে কোম্পানির টাকা কালেকশন করছিলেন। তালিনা হয়ে কোটচাঁদপুরের দিকে আসছিলেন তারা। এ সময় ডালিমপুর (বেলেমাঠ পাড়া) এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাটিকাটা ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন। আহত রবিকে কোটচাঁদপুরে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রমিজ উদ্দিন জানান, হাসপাতালে আসা মাহমুদুল হাসানকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, মৃতদেহটি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।