পদ্মায় বালু উত্তোলনের দায়ে একমাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শফিকুল ইসলাম (৩৮) নামের এক ট্রাক্টরমালিকের একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ ফ্রেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনাকষা-বিনোদপুর আঞ্চলিক সড়কের বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ তাকে হাতেনাতে আটক করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম উজিরপুর-বাবুপুর গ্রামের হাসান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন।

তিনি জানান, পদ্মা নদী থেকে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করেছেন সংবাদ পেয়ে উপজেলার বনকুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় উজিরপুর সাত্তার ঘাট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় বনকুল এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক্টরসহ শফিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।