বাবার মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো শিশুর

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসে পিকনিক বাসের চাপায় তাহমিদ রহমান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় দিকে আফতাবগঞ্জ-স্বপ্নপূরী সড়কের ইসলাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু তাহমিদ খান সামা উপজেলা তহিদুল ইসলামের ছেলে।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঝালকাঠিতে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত শিশু

তিনি বলেন, শনিবার সকালে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল তাহমিদ। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পিছলে পড়ে যায়। এসময় বীরগঞ্জ পৌর উচ্চ বিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম আরও বলেন, এঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো. মাহাবুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।