বগুড়ায় চোরাই মোটরসাইকেলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি গোলাম গাউছ (২৪) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেফতার গাউছ উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
মামলার পর শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতার ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ডিবি অফিস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ গোলাম গাউছকে হাতেনাতে আটক করে ডিবি। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আরও জানা গেছে, গোলাম গাউছ ছিনতাই, চাঁদাবাজি, মাদক, জমি দখলসহ নানা অপকর্মে জড়িত। এছাড়া তিনি চোরাচালান চক্রের সদস্য। সরকারকে কর ফাঁকি দিয়ে বর্ডার এলাকা দিয়ে অবৈধ মোটরসাইকেল নিয়ে এসে ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন তিনি।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, গোলাম গাউছের বিরুদ্ধে একাধিক মামলা আছে। এতদিন সে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।
এমআরআর/জেআইএম