বিথিকে বাঁচাতে এগিয়ে আসুন


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁও পৌরসভার মুন্সিপাড়া এলাকার মো. বাবুলের ৯ মাসের মেয়ে বিথি চোখের ক্যান্সার রোগে আক্রান্ত। শিশুটি ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু টাকার অভাবে শিশুটিকে ফেরত আনা হয়েছে।

জানা গেছে, শিশুকে বাঁচাতে অনেক অর্থের দরকার যা বিথির দরিদ্র বাবার পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব না। তাই শিশুটিকে বাঁচাতে তার পরিবার সকলের সহযোগিতা কামনা করেছে। যদি কেউ শিশুটিকে অর্থ সাহায্য দিতে আগ্রহী হন তাহলে ঠাকুরগাঁও ০১৭৭৩৭৬৩২৩৫ ডাচ-বাংলা মোবাইল ব্যাংক নম্বরে টাকা পাঠাতে পারেন।

রবিউল এহসান রিপন/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।