রামুতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, সোয়া লাখ টাকা জরিমানা

কক্সবাজারের রামু চৌমুহনীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় ভাসমান দোকান, হকার ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে এক লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চৌমুহনী স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, দীর্ঘদিন ধরে চৌমুহনী স্টেশনে সড়কের ফুটপাত দখল করে শতাধিক দোকানি ও হকার বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন। এতে পথচারীদের ফুটপাত ছেড়ে সড়কের ওপর দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হতো। তাছাড়া সড়কের দুপাশ দোকানি ও হকাররা দখল করে রাখায় গাড়িতে যাত্রী ওঠানামা করতে গিয়ে নিত্যদিন লেগে থাকে যানজট। এ পরিস্থিতিতে অনেক দুর্ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে অনেকবার নিষেধ করেও কোনো সুফল আসেনি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে রামু সদর ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, ইউপি সদস্য আজিজ, ইউনুস, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ও গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস