বিএনপির ১০ দফা কোনোদিন বাস্তবায়ন হবে না: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যে ১০ দফা দাবি করছে সেগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। কারণ তাদের এ দাবি বাস্তবসম্মত নয়।
রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার শিবপুর ও ধনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথ সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির ১০ দফা ঘোষণা
তোফায়েল আহমেদ বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। এটি বাস্তবায়ন হবে না। বর্তমানে সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আবারও আওয়ামী লীগ বিজয় লাভ করবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করবেন।
এসময় জেলা আওয়াম লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. এমদাদ হোসেন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস