জয়পুরহাটে তিন শিবিরকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৩

জয়পুরহাটে সরকারবিরোধী নাশকতা পরিকল্পনার মামলায় তিন শিবিরকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাতে সদর উপজেলার হানাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হানাইল এলাকার কাজী আব্দুল হান্নানের ছেলে ইলিয়াস শওকত, একই এলাকার মৃত আব্দুল মুমিনের ছেলে জাবেদ আলী ও জাইদুল ইসলামের ছেলে রিয়াদ হোসেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তিন শিবিরকর্মীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর সকালে নাশকতার উদ্দেশ্যে শহরের বামনপুর চারমাথা এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত ও শিবিরকর্মীরা। এসময় পুলিশ গিয়ে ছয়টি ককটেলসহ ১২ জনকে গ্রেফতার করে। অন্যরা পালিয়ে যান। ওই মামলায় গ্রেফতার তিন আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

রাশেদুজ্জামান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।