যশোরে বিষাক্ত মদসহ গ্রেফতার ৫ বিক্রেতার কারাদণ্ড

যশোরে স্পিরিট মেশানো বিষাক্ত মদসহ গ্রেফতার পাঁচজনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য সরকার তাদের ২০ দিনের কারাদণ্ডসহ ৫০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, যশোর সদর উপজেলার মাছবাজার এলাকার মৃত গৌড় ঘোষের ছেলে মনোরঞ্জন ঘোষ (৬৭), ভায়না ফতেপুর এলাকার আনন্দ বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৩২), বাঘডাঙ্গা ফতেপুরের নিমাইয়ের ছেলে লিংকন (৩২), ছাতিয়ানতলার পোলাদ আলীর ছেলে ইমতিয়াজ আলী (৫৯) ও বাগডাঙ্গা গ্রামের বিজয় বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস (২৯)।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, সম্প্রতি যশোরে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যুসহ আরও কয়েকজন অসুস্থতার খবরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাব-৬ যশোর এর একটি আভিযানিক দল বিষাক্ত মদ বিক্রেতাদের গ্রেফতারে জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর বাঘারপাড়ার ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় বিষাক্ত স্পিরিট মিশিয়ে দেশি মদ তৈরি ও বিক্রি অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য সরকারে কাছে নিয়ে গেলে তিনি প্রত্যেক মাদক বিক্রেতাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন।
মিলন রহমান/আরএইচ/জিকেএস