পঞ্চগড়ে রেলওয়ে স্টেশনে শ্রমিক লীগের মানববন্ধন

পঞ্চগড় রেলওয়ে শ্রমিক লীগের সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের প্ল্যাটফর্মে মানববন্ধন কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
মানববন্ধনে রেলওয়ে শ্রমিক লীগের মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ নেতারা বক্তব্য দেন।
শ্রমিক নেতা মশিউর রহমান ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রুহিয়া রেলস্টেশনে সহকারী মেশন হিসেবে নিযুক্ত করা হয়।
মানববন্ধনে মশিউর রহমানসহ বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩ ফেব্রুয়ারি জেলা রেল শ্রমিক লীগের সভাপতি ও ঠাকারগাঁও রুহিয়া রেলস্টেশনের সহকারী মেশন (শ্রমিক) মশিউর রহমান পঞ্চগড় স্টেশনের দ্বিতীয় তলায় রেস্ট হাউজে পরিচ্ছন্নতা কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত কারণে তাকে কাজে বাধা দেন স্টেশনমাস্টার মাসুদ পারভেজ। পরে তাকে অশ্লীল ভাষায় গালাগালও করেন স্টেশনমাস্টার।
এ ব্যাপারে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনমাস্টার মাসুদ পারভেজ বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা স্টেশন পরিদর্শনে আসার খবরে গত ২ ফেব্রুয়ারি রাতে প্ল্যাটফর্ম পরিষ্কার করে রাখা হয়। পরদিন সকালে একজন পরিচ্ছন্নতাকর্মী স্টেশনের রেস্ট হাউজ পরিষ্কার করছিলেন। এ সময় আমি ওই পরিচ্ছন্নতাকর্মীকে সাময়িক কাজ বন্ধ করে একটু পরে কাজ করতে বলি। সেখানে শ্রমিক লীগ নেতা মশিউর রহমানও উপস্থিত ছিলেন। তাকে কিছুই বলা হয়নি। উল্টো তিনিই বলছিলেন, ‘এখানে আমি যা বলবো তাই হবে’। এখন অজ্ঞাত কারণে তিনিই আবার রেল বিভাগের ভাবমূর্তি নষ্টসহ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
সফিকুল আলম/আরএইচ/এমএস