ফেনীতে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

ফেনীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার লস্করহাট বাজারে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও পূদম পুষ্প চাকমা।
আরও পড়ুন: বরিশালে ৪ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা, বিক্রয়যোগ্য নয় এমন ওষুধ বিক্রি করার অপরাধে জাহানারা মেডিকেল হল, রশিদিয়া মেডিসিন কর্নার, পাটোয়ারী মেডিকেল হল ও মুহুরি পোল্ট্রি ফার্মের মালিক প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রয়যোগ্য নয় এমন ঔষধ ধ্বংস করা হয়েছে। এ সময় ওষুধ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনীর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জনসেবায় ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস