নিখোঁজের একদিন পর গমক্ষেতে মিললো তরুণীর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৮:৩১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

কুড়িগ্রামের রৌমারীতে নিখোঁজের একদিন পর রেখা খাতুন (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ে ফলুয়ারচর এলাকার একটি গমক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেখা খাতুন উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আবুল হাশেমের মেয়ে।

স্থানীয় ও পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টার দিকে মা হাফিজার মোবাইল ফোন নিয়ে নিখোঁজ হন রেখা খাতুন। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বেলা ১১টার দিকে জানতে পান ব্রহ্মপুত্রের চরে গমক্ষেতে গলায় ওড়না পেঁচানো এক তরুণীর মরদেহ পড়ে আছে। এমন খবর পেয়ে নিহতের ছোট ভাই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে তার বোনকে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে পুলিশ। নিহতের পরিবারের দাবি, রেখা খাতুনকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: কনে নিয়ে ফেরার পথে বাজি ধরে মাঝ নদীতে ঝাঁপ, নিখোঁজ যুবক

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এঘটনায় নিহতের বাবা অজ্ঞাত আসামি করে এজাহার দায়ের করেছেন। ময়নাতদন্ত করলে প্রকৃত রহস্য উদঘাটন হবে।

 

ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।