ভোলায় অটোরিকশার চাপায় প্রাণ গেলো শিশুর

ভোলায় চিপস কিনতে গিয়ে অটোরিকশার চাপায় মো. আশরাফুল ইসলাম (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর কলমী গ্রামের মো. আলীর ছেলে।
আরও পড়ুন: ছিনতাই হওয়া সোনা-টাকাসহ গ্রেফতার ৩
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে শিশু আশরাফুল তাদের বসতঘরের থেকে বের হয়ে সড়কের পাশের দোকানের চিপস কিনতে যায়। চিপস কিনে সড়ক পারাপার হওয়ায় সময় হঠাৎ একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপায় দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা ও তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জুয়েল সাহা বিকাশ/জেএস/জিকেএস