খাবার পেতে কুকুর-বাজপাখির লড়াই
পটুয়াখালীর কুয়াকাটায় খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াই করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি। বিষয়টি দেখে পাখিটি উদ্ধারের পর চিকিৎসা দিচ্ছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌর শহরের তুলতলীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা হয়। এটির বাম পাশের পাখায় কিছুটা ক্ষত আছে।
অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম শাওন বলেন, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরে সঙ্গে লড়াই করছিল। পরে একজন কৃষকের সহায়তায় আহত অবস্থায় আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পরবর্তীতে অবমুক্ত প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসাদুজ্জামান মিরাজ/এসজে/জেআইএম