নাচোলের ১২০০ প্রান্তিক জনগোষ্ঠী পেলো শীতবস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাচোল উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার ২১০ জন শীতার্তের মাঝে এ শীতবস্ত্র দেওয়া হয়।

উপজেলার নাচোল সদর, কসবা ও নেজামপুর ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সামাজিক উন্নয়ন সংস্থা হেকস/ইপারের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে ডাসকো ফাউন্ডেশন।

Nachole-1.jpg

শীতবস্ত্র পাওয়া উপকারভোগীদের মাঝে ছিল ৮০ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও বাকি ২০ শতাংশ সমাজের প্রান্তিক জনগোষ্ঠী। এর মধ্যে নাচোল সদর ইউনিয়নে ৪৯২ জন, নেজামপুর ইউনিয়নে ৪৯৪ ও কসবা ইউনিয়নে ২২৪ জনের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমিন। বিশেষ অতিথি ছিলেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু ও নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।

সোহান মাহমুদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।