নেত্রকোনায় বসতঘরে মিললো গৃহবধূর মরদেহ

নেত্রকোনায় বসতঘর থেকে পলি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলি আক্তার সরাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে টাকা এনে দিতে স্ত্রী পলি আক্তারকে চাপ দিচ্ছিলেন স্বামী সাদ্দাম হোসেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল।
আরও পড়ুন: নৌকাডুবির ৯ ঘণ্টা পর নিখোঁজ চালকের মরদেহ উদ্ধার
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তার স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছেন । তবে ময়নাতদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এইচ এম কামাল/জেএস/এমএস