এইচএসসি: মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছেন শিক্ষার্থীরা। এ বছর এই কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন ছাত্র অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পান।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন- ক্যাডেট রহমান, আশিক, আনজুম, কারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদুল্লাহ, নাফিস, আবিদ, সামি, রুশদি, ওয়াশিক, রেসন, মহিবুল্লাহ, সিয়াম, কায়েস, মুবাশ্বির, রিহাদ, আবির, সোশময়, রোহান, রোবায়েদ, জাহিন, আশরাফ, ছানোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অর্জন, মাহাফুজ, তাসিন, মুতাসিম, নাফিজ, তানবির, মোশারথ, হাসান, ওয়ালি, সাদমান ও মনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাক এবং কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। ফলাফলের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এস এম এরশাদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।