জেলা সভাপতি গ্রেফতার

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টিএ রোডে জেলা পরিষদ মার্কেটের সামনে বিক্ষোভ মিছিল শেষে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এ কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে রাত ৯টার দিকে শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

গ্রেফতারের পর তাৎক্ষণিক জেলা শহরের পাওয়ার হাউস রোড থেকে যুবদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের টিএ রোড জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ তৈমুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল হক মাসুদ প্রমুখ।

আরও পড়ুন>>ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি গ্রেফতার

সমাবেশে বক্তারা বলেন, ‌মিথ্যা মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে যৌক্তিক আন্দোলনকে দমাতে চাচ্ছে সরকার। কিন্তু এসব গ্রেফতারে আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না। তারা গ্রেফতার শামীম মোল্লার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সমাবেশ থেকে শামীম মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুবদলের বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

পরে সদর মডেল থানা পুলিশের ধাওয়ায় সমাবেশ ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন জানান, শামীম মোল্লার বিরুদ্ধে মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও ১৫টির বেশি মামলায় এজাহারভুক্ত আসামি।

আবুল হাসনাত মো. রাফি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।