সুস্থ হয়ে মুক্ত আকাশে উড়লো বাজপাখি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:৩১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

পটুয়াখালীর কুয়াকাটায় খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াইয়ে অসুস্থ হয়ে পড়া বিলুপ্ত প্রজাতির বাজপাখিকে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সৈকতের জিরো পয়েন্টে বনবিভাগের সহযোগিতায় পাখিটিকে অবমুক্ত করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

jagonews24


এ সময় উপস্থিত ছিলেন- অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য আরিফুর রহমান শাওন, আবুল হোসেন রাজু, মহিব্বুল্লাহ পাটোয়ারী প্রমুখ।

৭ ফেব্রুয়ারি দুপুরে কুয়াকাটা পৌর শহরের তুলাতলী এলাকা থেকে খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াইয়ে সময় অসুস্থ হয়ে পড়ে বাজপাখি। বিষয়টি দেখে একজন কৃষকের সহায়তায় পাখিটি উদ্ধার করেন ওই সংগঠনের সদস্যরা। ডান পাখায় আঘাত লাগার কারণে পাখিটিকে দুদিন চিকিৎসা দেওয়া হয়।

jagonews24

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জাগো নিউজকে বলেন, আমাদের এক সদস্য পাখিটিকে উদ্ধারের পর অসুস্থ থাকায় আমাদের নোঙরখানায় রেখে চিকিৎসা দিয়ে সুস্থ করেছি। এখন পাখিটি খোলা আকাশে উড়ার প্রস্তুত হওয়ায় বনবিভাগের অনুমতিতে অবমুক্ত করেছি।


আসাদুজ্জামান মিরাজ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।