সুন্দরবনের জেলে-বাওয়ালিরা পেলেন কম্বল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩
জেলেদের হাতে কম্বল তুলে দিচ্ছেন ফরেস্টার শাহজাহান

শীত নিবারণের জন্য সুন্দরবনের জেলে-বাওয়ালিরা পেয়েছেন কম্বল। তাদের এ কম্বল দিয়েছেন সাংবাদিক মহসিন উল হাকিম ও পূর্ব বনবিভাগের জিউধারা স্টেশন ফরেস্টার মো. শাহজাহান।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফরেস্টার মো. শাহজাহান নিজেই।

সুন্দরবনের জেলে-বাওয়ালিরা পেলেন কম্বল

তিনি বলেন, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মহসিন উল হাকিম ও আমার নিজ উদ্যোগে জেলে-বাওয়ালিদের কম্বল দিয়েছি। এক সপ্তাহ ধরে ঘুরে ঘুরে জেলে-বাওয়ালিদের হাতে তুলে দিয়েছি এ কম্বল। তারাও বেশ খুশি।

সুন্দরবনের জেলে-বাওয়ালিরা পেলেন কম্বল

ফরেস্টার মো. শাহজাহান আরও বলেন, জেলে-বাওয়ালিরা শীতে কষ্ট করে সুন্দরবনের ভেতর জীবিকা নির্বাহ করেন। তাই তাদের কম্বল দিয়েছি। ২৫টি দরিদ্র পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এটাই আমাদের আত্মতৃপ্তি। স্থানীয় অনেকেই আছেন যারা ইচ্ছা করলেই সহায়তার হাত বাড়ালে জিউধারা এলাকার একজন জেলে-বাওয়ালিও শীতে কষ্ট পাবেন না।

আবু হোসাইন সুমন/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।