১৮ বছর ধরে পলাতক আসামি অবশেষে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাদল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বাদল মিয়া উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া গ্রামের জালাল মিয়ার ছেলে।

বিজয়নগর থানা পুলিশের উপপরিদর্শক শরীফুল ইসলাম জাগো নিউজকে জানান, ১৯৯৯ সালে বাদল মিয়াকে পাইপগানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গ্রেফতার করেছিলেন। ওই মামলায় হবিগঞ্জ আদালত থেকে জামিনে বের হয়ে আসেন তিনি। পরবর্তীতে ৪-৫ বছর মামলা চালিয়ে তিনি আর আদালতে হাজির হননি।

প্রায় ১৮ বছরের অধিক সময় আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে বাদল পলাতক ছিলেন৷ ৮ জানুয়ারি তারিখে হবিগঞ্জ আদালতের এক রায়ে বাদলকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর তার গ্রেফতারি পরোয়ানা বিজয়নগর থানায় পাঠানো হয়। পরে আজ সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, বিকেলে তাকে আদালতে পাঠানো হলে ব্রাহ্মণবাড়িয়া আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠান।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।