নীলফামারীতে পিকআপের ধাক্কায় জুট মিলের হিসাবরক্ষক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

নীলফামারীতে পিকআপের ধাক্কায় ইকু জুট মিলের হিসাবরক্ষক জনি আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ওই মিলের কম্পিউটার অপারেটর কাজী আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাদিখোল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় অপর একটি মোটর সাইকেলের আরোহী জনির কাছে থাকা ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।

জনি আহমেদ দিনাজপুরের পার্বতীপুরের বাঘাচড়া গ্রামের বজলার রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইকু জুট মিলের হিসাবরক্ষকের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মিলের হিসাব রক্ষক জনি ও কম্পিউটার অপারেটর রাজ্জাক রাত আনুমানিক ৯টার দিকে সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় ইকু গ্রুপের অফিস থেকে মিলের কর্মচারীদের সাপ্তাহিক বেতনের সাড়ে ৯ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ম্যানেজার জনি মারা যান। গুরুতর আহত অবস্থায় আহত হন কম্পিউটার অপারেটর রাজ্জাক।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও যানজটে বছরে ক্ষতি ১ লাখ ৭৫ হাজার কোটি

এসময় পিকআপ ভ্যানের পিছনে থাকা অপর একটি মোটরসাইকেলের আরোহী জনির কাছে থাকা সাড়ে ৯ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে সৈয়দপুর ১০০ সজ্জা হাসপাতালে নিয়ে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ইকু জুট মিলের সত্ত্বাধিকারী সিদ্দিকুল আলম জানান, এটি স্বাভাবিক দুর্ঘটনা নয়। টাকা ছিনতাইয়ের জন্য পরিকল্পিতভাবে দুর্ঘটনাটি ঘটানো হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, পুলিশ পিকআপটি জব্দ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা।

রাজু আহম্মেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।