বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

জামালপুর সদর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সৌরভ মিয়া (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এর আগে সকালে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ মিয়া ‘শাম্মি ফুডস’ নামের একটি বেকারি কারখানার পিকআপ ভ্যানের চালক ছিলেন। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার কৃষ্টপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে ময়মনসিংহ থেকে খাদ্যবাহী ওই পিকআপ জামালপুর শহরে আসছিল। এ সময় যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার সময় রাজিব এন্টারপ্রাইজ জয়রামপুর এলাকায় পৌঁছালে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই পিকআপচালকের মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি জব্দ করলেও বাসচালক পালিয়ে গেছেন। অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাসিম উদ্দিন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।