সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের বাড়ি ঘিরে পুলিশের ‘টহল’

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের বাড়ি ঘিরে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা।

তবে পুলিশের দাবি, এটি নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের টহলের একটি অংশ। কাউকে ধরতে কোনো অভিযান নয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁয়ের মেঘনায় মান্নানের বাড়ি ঘিরে এ টহল চালানো হয় বলে জানিয়েছেন আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব। এছাড়াও মান্নান বলয়ের নেতাকর্মীদের ধরতে তাদের বাড়িঘরেও এ ধরনের অভিযান চলছে বলে দাবি করেন তিনি।

এদিকে অভিযানের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে দেখা যায়, কয়েকটি গাড়িতে পুলিশের একাধিক টিম মান্নানের বাড়ি ও এলাকায় মহড়া দিচ্ছে।

নেতাকর্মীদের দাবি, শনিবার (১১ ফেব্রুয়ারি) ইউনিয়নগুলোতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে এ ধরপাকড় অভিযান চালাচ্ছে পুলিশ।

খাইরুল ইসলাম সজীব জানান, মান্নান সাহেবকে টার্গেট করে তাকে ধরতে ও নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতে পুলিশ বাহিনি আতঙ্কের সৃষ্টি করছে। দলের কর্মসূচি শত আতঙ্ক অতিক্রম করেই নেতাকর্মীরা পালন করবেন। সোনারগাঁ বিএনপি সভাপতি মান্নান সাহেব নেতাকর্মীদের এতে ভয় না পেয়ে সবাইকে নিরাপদে থাকতে বলেছেন।

অপরদিকে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, এটি কোনো ধরপাকড় অভিযান নয়। পুলিশের নিয়মিত যে টহল ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম সেটিরই অংশ এটি। কাউকে বা কোনো দলের নেতাকর্মীদের টার্গেট করে পুলিশ অভিযান চালাচ্ছে না।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।