নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশের ৩ সদস্য আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিএনপির পদযাত্রায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় বিএনপি ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার ঢাকা সিলেট মহাসড়কে এ সংঘর্ষ ঘটে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে বিএনপি ও ছাত্রদলের ১৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করলেও তাদের পরিচয় পাওয়া যায়নি।

jagonews24

আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ পদযাত্রা করছিলাম। পুলিশ আমাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। তাদের গুলিতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, বিএনপি নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কে উঠে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিল। তারা গাড়ি চলাচল রোধ করে ভাঙচুরের চেষ্টা করে। আমরা তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা রাস্তা ছাড়তে রাজি হয়নি। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

jagonews24

নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আবির হোসেন জাগো নিউজকে বলেন, বিএনপির নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে কর্মসূচি পালন করছিল। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ সদস্যরা ৪০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের ইটপাটকেলে আমাদের তিন সদস্য আহত হয়েছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।