বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

আওয়ামী লীগ সরকার দেশে বিশৃঙ্খলাকারী, সমাজ ক্ষতিগ্রস্তকারী এবং উন্নয়নকে ব্যাহতকারীদের ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে কর্নেল মালেক স্মৃতি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনীয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা বিশৃঙ্খলা হানাহানি মারামারি চাই না। আমরা চাই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি। যারা বিশৃঙ্খলা ঘটাবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং উন্নয়নকে ব্যাহত করবে আওয়ামী লীগ সরকার তাদের কোনোমতেই ছাড় দেবে না। এ বিষয়ে আপনারা (নেতাকর্মী) নিশ্চিন্ত থাকবেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে ও অনুপ্রাণিত করে। কারণ মেসির নামের সঙ্গে ম্যারাডোনার নাম চলে আসে। মেসি ও ম্যারাডোনার কারণে আর্জেন্টিনাকে আমরা চিনি। এ কারণে একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল হতে পারে। একটি দেশের নাম সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। এজন্য আমরাও চাই মেসির মতো খেলোয়াড় আমাদের দেশে হোক এবং দেশের নাম উজ্জ্বল করুক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ক্রিকেট সাব-কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু।

বি.এম খোরশেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।