নেত্রকোনায় খামারে বিষ, কোটি টাকার মাছ নিধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩

নেত্রকোনার পূর্বধলায় খামারে বিষ প্রয়োগে কোটি টাকার মাছ নিধনের অভিযোগ ওঠেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার পূর্বধলার উপজেলার নারায়ণডহর গ্রামে পাঁচ একর জমিতে ‘রোকেয়া ফিশারিজ’ নামে মৎস্য চাষ করেন স্থানীয় আশরাফুল কবির তুষার। এতে রুই, কাতলা, মৃগেলসহ নানা জাতের দেশীয় প্রজাতির মাছ চাষ করেন তিনি। পোনা মাছ ছাড়া থেকে শুরু করে মাছের খাবার সামগ্রী ও শ্রমিকের ব্যয়সহ খরচ হয় ৩২ লাখ টাকা। বর্তমানে এ ফিশারির একেকটি মাছ ৫-৭ কেজি পর্যন্ত ওজন হয়েছে।

রোববার সকাল থেকে ফিশারির মাছগুলো মরে ভাসতে শুরু করে। সোমবার সকাল পর্যন্ত হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে। দুর্গন্ধ ছড়িয়েছে চারপাশে। ফিশারিতে শনিবার দিনগত রাতে দুর্বৃত্তরা বিষ দিয়েছে বলে ধারণা করছেন মৎস্যচাষি তুষার। নিজের পরিশ্রম ও সবটুকু সঞ্চয়ে গড়া ফিশারির বড় বড় মাছ চোখের সামনে মরে ভাসতে দেখে হতবাক হয়ে পড়েছেন ফিশারির মালিকরা।

আরও পড়ুন: গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধন

স্থানীয় ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান আজাদ বলেন, তুষায় তার জীবনের সবটুকু সঞ্চয় ব্যয় করে এ ফিশারিটি গড়ে তুলেছেন। করোনার পরে নিজের সবটুকু সামর্থ্য দিয়ে তিনি পাঁচ একর জায়গায় এ ফিসারি তৈরি করেছেন। এতে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ফিসারির মালিক আশরাফুল কবির তুষার বলেন, জীবনের সবটুকু সঞ্চয় ব্যয় করে শ্রমে-ঘামে এ ফিশারিটি গড়ে তুলেছি। মাছগুলো বড় হয়েছে। এক সপ্তাহের মধ্যে তুলে বিক্রি করার কথা ছিল। বড় রুই-কাতলাগুলো কোনটা ৫-৮ কেজি ওজনের হয়েছিল।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।