মানিকগঞ্জে কিশোরী হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুরে বৃষ্টি (১৫) নামে এক কিশোরী হত্যার দায়ে মো. আবুল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সরফদিনগর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামি আবুল হোসেন বৃষ্টিকে বিয়ের প্রস্তাব দেন। তবে বৃষ্টির পরিবার অন্যত্র তার বিয়ে ঠিক করে। এতে আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে তাদের হুমকি দিতে থাকেন। ২০১৭ সালের ৫ নভেম্বর বৃষ্টিকে বাড়িতে রেখে তার মা উপজেলার মাচাইন এলাকায় যান। এ সুযোগে বৃষ্টিকে বাড়িতে একা পেয়ে আবুল ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় বৃষ্টি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশী হানিফের বাড়ির পেছনে গিয়ে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিনই হরিরামপুর থানায় মামলা হয়। আদালতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। সেইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।

আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুস সালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন

বি এম খোরশেদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।