ভালোবাসা দিবসে ফুটবল
সফল প্রেমিকদের হারালো ব্যর্থ প্রেমিকরা
বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলে সফল প্রেমিক একাদশ বনাম ব্যর্থ প্রেমিক একাদশ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ব্যর্থ প্রেমিক একাদশ ১-০ গোলে সফল প্রেমিক একাদশকে পরাজিত করে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা স্কুলমাঠে ব্যতিক্রমী এ খেলা হয়। গোপীনাথপুর থানাপাড়া যুব সংঘ এর আয়োজন করে।
খেলা দেখতে আসা দর্শক তমিজ উদ্দিন বলেন, সৌজন্যমূলক ব্যতিক্রম এ আয়োজন আমাদের বেশ বিনোদন দিয়েছে।
আয়োজক কমিটির সদস্য কামাল হোসেন বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস হলেও আমাদের কাছে প্রত্যেকটা দিনই মনে হয় ভালোবাসার। এ জন্য আমাদের এ আয়োজন।
তার মতে, বিশ্বকাপের রানার্সআপ হওয়া এক উৎসব আর চ্যাম্পিয়ন হওয়া আরেক উৎসব। যারা বিশ্বকাপ পেয়েছে তারা বুঝবে না, না পাওয়ার যন্ত্রণা। আর যারা বিশ্বকাপ ফাইনালে উঠেও রানার্সআপ হয়েছে তারা বুঝবে এর যন্ত্রণা। এর মানে হলো যারা প্রেমে সফল হয়েছে তারা ব্যর্থতার মর্ম বুঝবে না। আর যারা ব্যর্থ হয়েছে তারা বুঝবে না সফলতার মানে। এ ফুটবল খলার কিছুটা হলেও বোঝা গেছে।
হাফিজুল নিলু/এসজে/এএসএম