রেললাইনে বসে ছিল যুবক, ট্রেনে কাটা পড়ে গেলো প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৭) এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের পৈরতলা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ভূইয়া জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ‌‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা রেললাইনে বসা থাকা এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পিবিআইকে তাদের পরিচয় শনাক্ত করতে সহায়তা করতে বলা হয়েছে। ওই যুবকের পরিচয় শনাক্ত না হলে, বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের নামে সংগঠনকে হস্তান্তর করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।