চুরি করতে গিয়ে ধর্ষণ, চিনে ফেলায় ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ডিবির হাতে গ্রেফতার দুই আসামি

গত ১১ ডিসেম্বর রাতে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামে নিজ বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন নাজমুন নাহার। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ১৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এঘটনায় গ্রেফতার দুই আসামির বরাতে পুলিশ বলছে, চুরি করতে গিয়ে ধর্ষণ করা হয় নাজমুন নাহারকে। তাদের চিনে ফেলায় পরে করা হয় ছুরিকাঘাত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গ্রেফতারের পর ওই দুই আসামি হত্যার দায় স্বীকার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোসলেহ্ উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে নোয়াখালী ও কুমিল্লা থেকে মো. জাহাঙ্গীর আলম (২৮) ও মো. নিজাম উদ্দিন শান্ত (২৫) নামে দুই আসামিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা দুজনই পেশায় রিকশাচালক।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, টয়লেটে মিললো মরদেহ

ডিবি জানায়, তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরাসহ ভিকটিমের কাছ থেকে লুট করা একজোড়া স্বর্ণের দুল, একজোড়া রুপার নুপুর ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নোয়াখালী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আহমেদ জাগো নিউজকে নিশ্চিত করেছেন এসব কথা।

তিনি বলেন, ১১ ডিসেম্বরের ওই ঘটনায় নিহতের স্বামী মো. নুরুল আমিন বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। পরে ক্লু-লেস মামলাটি গত ৩০ জানুয়ারি ডিবিতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, ৯ জনের যাবজ্জীবন

ওসি আরও বলেন, নাজমুন নাহারের স্বামী মো. নুরুল আমিন কবিরহাটের রামেশ্বরপুর গ্রামে নার্সারিতে চাকরি করেন। বাড়িতে একা থাকার সুবাদে ঘটনার রাতে রিকশাচালক দুই বন্ধু জাহাঙ্গীর ও নিজাম চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢোকেন। মূল্যবান কিছু না পেয়ে নাজমুন নাহারের গলায় ছুরি ধরে কানের দুল, নুপুর, নাকফুল ও মোবাইল লুট করেন। তাকে ধর্ষণ করেন জাহাঙ্গীর। আসামিদের চিনে ফেলায় নাজমুন নাহারকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন আসামিরা। বিষয়টি স্বীকার করে আদালতে তারা জবানবন্দি দিয়েছেন।

ইকবাল হোসেন মজনু/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।