নোয়াখালীতে ব্যবসায়ী হত্যায় বাবা-ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

নোয়াখালীতে ব্যবসায়ী হত্যায় মো. আবদুল মান্নান (৬৫) ও তার ছেলে মো. সোহেলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক এএনএম মোর্শেদ খান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মো. সোহেল উপস্থিত থাকলেও তার বাবা মো. আবদুল মান্নান পলাতক।

দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের মৃত সেকান্দর মিয়ার ছেলে ও মো. সোহেল আবদুল মান্নানের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মো. এমদাদ হোসেন জানান, দাবিকৃত চাঁদা না পেয়ে ২০০৬ সালের ২৯ জুলাই রাত ১০টার দিকে জনতা বেকারিতে হামলা চালিয়ে গোলাম মোস্তফাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন। এসময় দোকান থেকে এক লাখ টাকাও লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

এ ঘটনায় নিহতের ছেলে নুর উদ্দিন জুয়েল বাদী হয়ে ৯ জনকে আসামি করে মামলা করেন। ১৮ বছর পর ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করে। মামলা চলাকালীন প্রধান আসামির মৃত্যু হয়। বাকি ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।