ঝালকাঠিতে দিনব্যাপী মেলায় ঋণ পেলেন ৭০ কৃষক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

ঝালকাঠিতে ৭০ কৃষকের মাঝে ৬৬ লাখ ১৫ হাজার টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি ভবন চত্বরে দিনব্যাপী কৃষি ঋণ মেলায় এ ঋণ প্রদান করা হয়।

বিভিন্ন স্টলে ২০টি ব্যাংক অংশ নিয়েছে। তারা ৭০ কৃষকের মাঝে ৬৬ লাখ ১৫ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করেছেন।

আরও পড়ুন: বেড়েছে কৃষি ঋণ বিতরণ 

মেলায় কৃষি ব্যাংক ৩২ জনকে ৩৫ লাখ টাকা, অগ্রণী ব্যাংক সাতজনকে দুই লাখ ৫০ হাজার টাকা, সোনালী ব্যাংক আটজনকে তিন লাখ ৩৫ হাজার টাকা, আল আরাফাহ ব্যাংক তিনজনকে ৫ লাখ টাকা, ইসলামী ব্যাংক একজনকে তিন লাখ ৫০ হাজার টাকা, রুপালী ব্যাংক দুজনকে দুই লাখ টাকা, জনতা ব্যাংক তিনজনকে এক লাখ ৫০ হাজার টাকা, উত্তরা ব্যাংক তিনজনকে এক লাখ ৫০ হাজার টাকা, মার্কেন্টাইল ব্যাংক পাঁচ জনকে আট লাখ টাকা, আইএফআইসি ব্যাংক তিনজনকে তিন লাখ টাকা, সোস্যাল ইসলামী ব্যাংক এক জনকে ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করেছে।

এর আগে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, প্যানেল মেয়র তরুণ কর্মকার ও বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।