নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁয় সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ এ মেলার আয়োজন করে। মেলা চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

মেলায় বই, বিভিন্ন হস্ত ও কুটির শিল্প এবং খাবার দোকানসহ ৬৫টি স্টল অংশ নিয়েছে। পণ্য বিক্রির পাশাপাশি প্রচারের জন্য মেলায় অংশ নিয়েছেন উদ্যোক্তারা। সপ্তাহব্যাপী এ মেলা থেকে প্রায় অর্ধকোটি টাকা বাণিজ্যের আশা করছেন সংশ্লিষ্টরা।

jagonews24

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। নওগাঁ একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান।

এসময় একুশে পরিষদের উপদেষ্টা সাবেক এমপি ওহিদুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল, প্রকৌশলী গুরুদাস দত্ত, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, অ্যাডভোকেট মুকল চন্দ্র কবিরাজ এবং বিন আলী পিন্টু উপস্থিত ছিলেন।

বইমেলা প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চে সাত দিনব্যাপী অনুষ্ঠানে শিশু-কিশোরদের অংশগ্রহণে সাধারণ জ্ঞান ও সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃতি ও ভাষার গান প্রতিযোগিতা, ড. জোহা দিবসে আলোচনা, কবি শাহ আলম চৌধুরী চারুপাঠের পরিবেশনা এবং নৃত্য, নাটক ও আবৃতি অনুষ্ঠিত হবে।

প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় অংশ নেওয়া ৬৫টি স্টলের মধ্যে ২৫টি বইয়ের স্টল, ২৫টি বিভিন্ন হস্ত ও কুটির শিল্প এবং বাঁকিগুলো খাবারের দোকান।

নারী উদ্যোক্তারা জানিয়েছেন, বিক্রির পাশাপাশি পণ্যের প্রচারে মেলায় অংশ নিয়েছেন। তবে বিক্রি জমবে বলে আশাবাদী তারা।

মেলায় হস্তশিল্পের স্টল দিয়েছেন শিক্ষক শারমিন সুলতানা। তিনি বলেন, অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতে বিক্রি করা হয়। মেলায় অংশ নেওয়ার মূল বিষয় হচ্ছে পণ্যের প্রচার ও প্রসার। তবে মেলায় প্রথমদিন বিক্রি কিছুটা কম। আগামীকাল থেকে ভালো বিক্রি হবে বলে আশা করছি।

jagonews24

একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী বলেন, একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর বইমেলার আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী বইমেলাটি বিভিন্ন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে। শতকণ্ঠে ভাষার গান হয়েছে। এবার শতজনের অংশগ্রহণে নৃত্য হবে। সবকিছুই দেশের মাটি ও মানুষের। এজন্য বারবার ফিরে আসি একুশের কাছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার লিটন বলেন, মেলায় ৬৫টি স্টল অংশ নিয়েছে। গতবছর স্টলের সংখ্যা কিছুটা কম ছিল। তবে এবছর এক সপ্তাহে প্রায় অর্ধকোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান বলেন, নতুন প্রজন্মের কাছে বই পড়ার আগ্রহ বাড়াতে হবে। এ মেলার মধ্য দিয়ে আগামীতে নতুন পাঠক তৈরি হবে এমন প্রত্যাশা করা হচ্ছে।

আব্বাস আলী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।