উখিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারের উখিয়ায় অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ মুহাম্মদ ইউসুফ (৩৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পালংখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

মুহাম্মদ ইউসুফ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি অস্ত্রের কারিগর বলে জানা গেছে।

আরও পড়ুন: অস্ত্র তৈরির কারখানার সন্ধান, ৩ রোহিঙ্গা আটক

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বুধবার সন্ধ্যায় উখিয়ার পশ্চিম পালংখালীর ইউসুফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আটক ইউসুফের দেহ ও তার ব্যবহৃত কক্ষ তল্লাশি করে অবৈধ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। এসময় একটি ওয়ানশুটার গান, গুলি তৈরির বারুদ, বিভিন্ন রং ও ৩৪ পিস গুলির খালি খোসা, বিভিন্ন আকৃতির ১৬ পিস বুলেট তৈরির সীসা, দুটি স্প্রিং, একটি পিস্তলের বোল্ড, একটি ইলেকট্রিক গ্রিন্ডার, দুটি রেন্স, দুইটি ছোট রেন্স, একটি স্ক্র ড্রাইভার, একটি মেজারিং টেপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিঙ্গাসাবাদে ইউসুফ দীর্ঘদিন ধরে কারখানায় দেশীয় অস্ত্র তৈরি করে আসছেন। মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হবে।

সায়ীদ আলমগীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।