মাদারীপুর

জেলা জজের চালককে মারধর, অতিরিক্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

মাদারীপুরে জেলা ও দায়রা জজের মাইক্রোবাসচালককে মারধর করার অভিযোগে করা মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজের চালক হাফিজুর রহমান বাদী হয়ে সরকারি কাজে বাঁধাদান এবং মারপিট করার অভিযোগ এনে মামলাটি করেন। অভিযোগ আমলে নিয়ে আগামী ১৬ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরাকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করেন আদালত।

মামলার বিবরণে জানা গেছে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে পৌনে ৯টায় দিকে মাদারীপুর সার্কিট হাউজ থেকে জেলা জজের একটি মাইক্রোবাস বের হচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে কোনো ইন্ডিকেশন না দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরার প্রাইভেটকার প্রবেশের সময় মুখোমুখি হয়। এসময় চালকের আসনে বসা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বের হয়ে এসে জেলা জজের চালককে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন এবং দুই ঘণ্টা আটকে রাখেন। পরে মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে একজন বিচারকের চালককে মারধর করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা কোনোক্রমে পেশাদার আচরণ হতে পারে না।

অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, ‘মামলা ও সমনজারির নোটিশের কথা শুনেছি। নোটিশ হাতে পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তবে আমার সঙ্গে ওই চালক দুর্ব্যবহার করেছে, যা আমি বুধবার সকালে লিখিতভাবে জেলা ও দায়রা জজকে জানিয়েছি। কিন্তু সে অভিযোগ কেউ রিসিভ করেননি।’

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।