সিলিন্ডারবাহী ট্রাকে ধাক্কা, অ্যাম্বুলেন্সচালক নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

বাগেরহাটের মোংলা শিল্প এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ট্রাকে ধাক্কায় হারেজ মিয়া (৩৫) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

হারেজ মিয়া (৩৫) যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তবে হারেজ খুলনার বৈকালীতে বসবাস করতেন।

jagonews24

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেজ আলী জানান, মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে সাইড করে রাখা গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে মারা যান চালক। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

মোংলা থানার এসআই মো. হাদিউজ্জামান বলেন, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।