সাইকেলে তিন দেশ ঘুরে ভারতীয় তরুণী এখন বাংলাদেশে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি) দিনাজপুর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী সাবিতা মাহাত।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

সাইকেলে তিন দেশ ঘুরে ভারতীয় তরুণী এখন বাংলাদেশে

সাবিতা মাহাত জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালাবেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দেশ। একারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছি।

মো. মাহাবুর রহমান/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।