বিএনপি ক্ষমতায় যেতে ইসরায়েলের সঙ্গে আঁতাত করেছে: কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

বিএনপি ক্ষমতায় যেতে ইসরায়েলের সঙ্গে আঁতাত করেছে বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ দাবি করেন। ২৩ মিনিটের লাইভে বিভিন্ন বিষয়ে কথা বলেন আলোচিত এ মেয়র।

বিএনপি সম্পর্কে কাদের মির্জা বলেন, দলটি ক্ষমতায় যেতে ইসরায়েলের সঙ্গে গোপন আঁতাত করেছে। এরইমধ্যে তারা মেন্দি এন সাফাদির সঙ্গে বিভিন্ন সভা করেছে। তাদের দিবাস্বপ্ন কখনো পূরণ হবে না। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দল। তাদের কাছে মানুষ ভালো কিছু আশা করতে পারে না।

তিনি বলেন, কবিরহাট ও কোম্পানীগঞ্জে গ্যাস সংযোগের প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযোগের অনুমতি দিয়েছেন। কিন্তু ব্যয় বেশি হওয়ায় সংযোগ স্থাপন করা যাচ্ছে না। কবিরহাট-কোম্পানীগঞ্জের মানুষ চায় দ্রুত গ্যাস সংযোগ। আশা করি, দ্রুত আমাদের মন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে ভূমিকা রাখবেন। কারণ তিনি এ এলাকার সংসদ সদস্য।

কাদের মির্জা বলেন, কোম্পানীগঞ্জবাসীকে আজ একটি সুখবর দিচ্ছি। দীর্ঘদিন ধরে দক্ষিণে চর এলাহীর বিভিন্ন এলাকা মেঘনার স্রোতে তীব্র ভাঙনের শিকার হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) রেজুলেশনে সেখানে ক্রসড্যাম নির্মাণের প্রকল্প উঠেছে। আশা করছি, আগামী সভায় তা পাস হবে। ফলে নদীভাঙন থেকে সেখানকার মানুষ রক্ষা পাবেন।

বিএনপি ক্ষমতায় যেতে ইসরায়েলের সঙ্গে আঁতাত করেছে: কাদের মির্জা

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরোধ সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিন কোম্পানীগঞ্জে দুইটি পক্ষ ছিল নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন শান্তির জন্য দুইপক্ষ ঐক্যবদ্ধ হয়েছি। এর ফলে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগের জন্য কাজ করতে পারব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন উল্লেখ করে কাদের মির্জা বলেন, সার্ক আওতাভুক্ত অনেক দেশ দেউলিয়া হয়েছে। আফগানিস্তানে তীব্র খাদ্য সংকট রয়েছে। শ্রীলঙ্কার সংকটের কথা সারাবিশ্ব জানে। পাকিস্তানে বেশি টাকা দিয়েও মানুষ আটা কিনতে পারছে না। নেপালের রিজার্ভ তলানিতে রয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিচ্ছেন।

তিনি আরও বলেন, বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সারাবিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য কাজ করছেন। অসহায় মানুষের জন্য তিনি নানা সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করতে হবে।

আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। বর্তমানে তিনি চতুর্থবারের মতো বসুরহাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।