১৩ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষক, সন্ধান চান স্বজনরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

১৩ দিন ধরে নিখোঁজ ভোলার চরনোয়াবাদ আনাস বিন আবদুল মালেক ইসলাম কমপ্লেক্স মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মাদ মহিবুল্লাহ। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার সন্ধান দাবি করেন স্বজনরা।

সংবাদ সম্মেলনে নিখোঁজের শ্বশুর মাওলানা আবদুস সহিদ বলেন, গত ৬ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১টার দিকে মহিবুল্লাহ ওই মাদরাসায় ক্লাস নেন। ওই সময় সিভিল পোশাকে কয়েকজন লোক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ক্লাসরুম থেকে বের করে নিয়ে যান। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গাড়িতে করে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ১২ ফেব্রুয়ারি ভোলা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

এসময় নিখোঁজ মাদরাসা শিক্ষকের চাচা মো. বিল্লাল হোসেন ও তার ভাতিজা মো. রিয়াজসহ স্বজনরা উপস্থিত ছিলেন।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।